রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জোটে অংশ নেবে না স্পেন

সোমবার, ডিসেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ইয়েমেন: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে লোহিত সাগরের জাহাজ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না স্পেন। রোববার (২৪ ডিসেম্বর) স্পেন এ কথা জানিয়েছে। ইরান-সমর্থিত হুথিরা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরের জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্র বলেছে, ‘কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাহাজ রক্ষা করতে। স্পেনের সরকার দ্বিধাবিভক্ত ছিল ও রোববার (২৪ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘স্পেন “অংশ নেবে না।’ যদিও তিনি কোন কারণ বলেননি।

লোহিত সাগরে বিভিন্ন জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে এসব হামলা চালানোর দাবি করেছে তারা। এতে করে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সম্প্রতি দশ দেশের জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। হুথিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে।

পরে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, লোহিত সাগরে জাহাজ চলাচলের লেন নিরাপদ রাখতে ২০টি দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। হুথিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে।