বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শরণার্থী সংকটে জরুরি অবস্থা জারি নিউইয়র্কে

রবিবার, অক্টোবর ৯, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: শরণার্থী সংকটের জেরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘোষণা দিয়েছেন। খবর ব্লুমবার্গের।

এরিক বলেছেন, ‘মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে সম্প্রতি ১৭ হাজার আশ্রয়প্রার্থী শহরে প্রবেশ করেছেন। এতে শহরটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।’

আদেশের অংশ হিসাবে, মেয়র অ্যাডামস সব সংশ্লিষ্ট সংস্থাকে সহায়তা দেয়ার জন্য মানবিক ত্রাণ কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, ‘নিউইয়র্ক এ অর্থ বছরের শেষে আরো ১০০ কোটি ডলার খরচ করবে।’

তিনি ফেডারেল কর্তৃপক্ষের সমর্থনের জন্য আহবিান জানিয়ে বলেছেন, ‘এ সংকট ‘আমাদের শহরের বাজেটের জন্য বড় বোঝা’।’

নিউইয়র্ক ও অন্যান্য শহর সীমান্ত সংলগ্ন অঙ্গরাজ্য থেকে আসা আশ্রয়প্রার্থীদের চাপে রয়েছে। অভিবাসীদের আশ্রয় ও অন্যান্য পরিষেবা দেয়ার জন্য কাজ অব্যাহত রয়েছে এসব শহরে। এসব শরণার্থীদের অনেকেই ভেনিজুয়েলা ও অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোতে সহিংসতার জেরে পালিয়ে এসেছে। অ্যাডামস এটিকে সংকটময় পরিস্থিতি বলছেন। ১৯৮০ সালের আইনের অধীনে নিউইয়র্কে যার প্রয়োজন তার আবাসনের ব্যবস্থা করা বাধ্যতামূলক।