সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

শিক্ষা/এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

শনিবার, জুন ২৯, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: রোববার (৩০ জুন) থেকে পুরো দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দুই হাজার ২৭৫টি কেন্দ্রে নয় হাজার ৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে নয়টি সাধারণ বোর্ড থেকে ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন, মাদরাসা বোর্ড থেকে ৮৮ হাজার ৭৬ জন ও কারিগরি বোর্ড থেকে দুই লাখ ৩৪ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

গেল বছর সব বোর্ড থেকে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

বিদেশে আটটি কেন্দ্র থেকে ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

রুটিন অনুযায়ী এইচএসসির লিখিত পরীক্ষা ১১ আগস্ট পর্যন্ত ও ব্যবহারিক পরীক্ষা ১২-২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা ১৮ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে।

সব পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ও পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্র কোড জানিয়ে দেয়া হবে হবে।

পরীক্ষা কেন্দ্রে কাউকে মোবাইল ফোন নিয়ে ঢুককে দেয়া হবে না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে ইনচার্জরা মোবাইল ফোন সেট নিয়ে ঢুকতে পারবেন। এছাড়া, পরীক্ষার্থী, কেন্দ্র পরিদর্শক, মন্ত্রণালয়ের টিম, বোর্ডের টিম, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসন টিম ও নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবে না।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা দিতে প্রস্তুত থাকবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম (কিউআরটি)।