রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শিরিন সুলতানা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’

রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনকের ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ প্রদান অনুষ্ঠান গেল ১৪ ডিসেম্বর বিকালে হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচিত ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট এবং আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

অনুষ্ঠানে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমসহ প্রতিষ্ঠানটির কর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ হাসেম জানান, তার প্রতিষ্ঠানের প্রায় সব কর্তাই অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে তার প্রতিষ্ঠানটিকে আজকের এ পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ‘তারপরও সার্বিক বিবেচনায় একজনকে ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। এবার শিরিন সুলতানা এ অ্যাওয়ার্ডটির জন্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি।

‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানাকে ক্রেসটসহ নগদ এক হাজার ডলার দেয়া হয়।

মোহাম্মদ হাসেম জানিয়েছেন, এখন থেকে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস প্রতি বছরই ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দেবে।

এ দিকে, অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে দারুণ খুশি শিরিন সুলতানা। তিনি এজন্য তার সব সহকর্মীসহ মোহাম্মদ হাসেমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানার সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।