রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

শিল্পী আলমগীর আলাউদ্দিনের গজল সন্ধ্যা

মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম শিল্পী সমিতির উদ্যোগে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সুরকার ও সংগীত পরিচালক শিল্পী আলমগীর আলাউদ্দিনের গজল সন্ধ্যা রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক।

গীতিকার আবছার উদ্দিন অলির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, সংগীত শিল্পী আবদুর রহিম, চট্টগ্রাম নজরুল শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক দীপেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম সরওয়ার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন গীতিকার দিলীপ ভারতী, সংগীত শিল্পী ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, ইফতেখার সাদী, অনামিকা তালুকদার, শিরিন আক্তার, আলম আশরাফ, ফরিদ বঙ্গবাসী, মো. সাইফুদ্দিন, রাখার শর্ম্মা, সাংবাদিক রোজি চৌধুরী, সমিরন পাল, কবির মোহাম্মদ, মিহির দেওয়ানজী, শাকিল আরাফাত, এস তানিয়া, ববিতা ইসলাম, আব্দুল্লাহ আল হারুন মিন্টু।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য ফজল আহমদ, ব্যান্ড সংগীতে মোহাম্মদ বদরুল হাসান, সমাজ সেবায় মো. আনিসুল হক পাটওয়ারী, বৃক্ষরোপণে জাহেদুল করিম বাপ্পীকে সম্মাননা স্মারক দেয়া হয়।

বক্তারা বলেন, ‘কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারী, সারি, মারফতি, কাওয়ালী ও গজল সংগীত হারিয়ে যাচ্ছে। এ ধরনের অনুষ্ঠান করে গজল সংগীতকে উজ্জীবিত রাখতে হবে। নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীত চর্চায় উৎসাহ ও অনুপ্রেরণা দেয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া গজল সংগীতকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

অনুষ্ঠানে শিল্পী আলমগীর আলাউদ্দিন ১৫টি গজল পরিবেশন করেন।