চট্টগ্রাম: সারগাম সংগীত পরিষদের আয়োজনে নাট্যকার ও লেখক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণ সভা উপলক্ষে চট্টগ্রাম সিটির পূর্ব ফিরোজশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে চারটায় বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। স্মরণ সভা উপলক্ষে আলোচনা সভা ও আহাম্মদ কবীরের কর্মকান্ড নিয়ে বিশেষ আলেখ্য অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে থাকবেন সারগম সংগীত পরিষদের পরিচালক ও কন্ঠশিল্পী আবদুল হালিম।
আহাম্মদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ নাটকে একজন শ্রমিক তার আয়ের একটা অংশ কিভাবে তার সংসারের জন্য ব্যয় করে এবং সে যে নিজের শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে- এটাই তার অহংকার, এটাই তার গর্ব। এ বিষয়গুলো তুলে ধরা হবে।
নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জয়নাল আবেদিন, সৌরভ পাল, ফাদিলা তাসনীম ইলমা প্রমুখ।