রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটক ‘বেধুয়া’র মঞ্চায়ন

সোমবার, জুন ১৯, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে দর্শক নন্দিত নাটক ‘বেধুয়া’ এর মঞ্চায়ন আগামী শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হবে।

৫১ বারের মত নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম।

নাটকটি রচনা করেছেন নীহারেন্দু কর ও নির্দেশনা দিয়েছেন তাপস শেখর।

অভিনয় করবেন মীর রেজুয়ান হোসেন টিপু, জাহিদ কবির খান চৌধুরী মাসুম, নাজিম উদ্দীন মামুন, জুয়েনা আফসানা, তাপস শেখর, আসিফ নেওয়াজ, তনয় রাজ মজুমদার, নিমাই মহন্ত, অনিন্দিতা শেখর চৈতী, সুপন দেবনাথ ও অনিন্দ্য শেখর।

আলোক পরিকল্পনা করেছেন জয়দ্বীপ দাশ ও আবহ সংগীতে টিটু কুমার দাশ।