শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শেখ মুজিবকে কখনো বঙ্গবন্ধু বলিনি

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, ‘শেখ মুজিবকে কখনো বঙ্গবন্ধু বলিনি। শেখ মুজিব বলেছি। কারণ, আমি পা চাটিনি। মুক্তিযুদ্ধ করেছি। ৭ মার্চের ভাষণ শুনিয়ে শুনিয়ে কান ঝালপালা করা হযেছে।’

বুধবার (২১ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামিল আহমেদ আরো বলেন, ‘সব মত-পথের প্লাটফর্ম করতে চাই শিল্পকলা একাডেমিকে। প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি দূর করতে চাই। তর্কের ভেতর দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। গণঅভ্যুত্থানের স্মরণে দ্রোহের গান নিয়মিত করা। নাটক ও কাওযালি অনুষ্ঠান করা হবে।’

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হয়েছে। তার জন্মশত বার্ষিকী ঘটা করে পালন করেছে। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে অস্বীকার করেছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের নাটক পড়ানো হয় বেশি। নজরুলকে করা হয়নি।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও গীতিকার লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।