রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

শেখ রাসেলের জন্মদিনে বিশেষ নাটক ‘এক দশ আট আঠারো’

সোমবার, অক্টোবর ১৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: আগামী বুধবার (১৮ আক্টোবর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হবে বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশেষ নাটক ‘এক দশ আট আঠারো’।

লিটু শাখাওয়াতের রচনায় ও আব্দুল্লাহ্ আল মামুনের প্রযোজনায় নাটকটিতে শেখ রাসেলের জন্ম, তার নামকরণ ও ১৫ আগস্টের বর্বরোচিত হামলার ইতিহাস তুলে ধরা হয়েছে। সেইসাথে শেখ রাসেলের আদর্শ ও ইচ্ছেগুলোতে অনুপ্রাণিত হয়ে বাংলার ঘরে ঘরে হাজারো রাসেলের জন্ম হবে- এই প্রত্যশায় নির্মিত হয়েছে এই নাটকটি।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল আলম বাবু, আশরাফুল করিম সৌরভ, মুশফিক রাসেল, নুর মো. বাবু, হৈমন্তী দাশ, শিশুশিল্পী আহনাফ-আল-আরাফ, শায়নী দেওয়ানজী, সারা প্রমুখ। ৎ

নাটকটির চিত্র ধারণ করেছেন শাহীন স্বাধীন ও নির্মাণ সহযোগিতায় ছিলেন অরিন্দম মুখার্জী বিংকু।