রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শেষ মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রীর ভারত সফর বাতিল

সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন
একে আব্দুল মোমেন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারত সফরে যান নি পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রলায়ের এক কর্মকর্তা গণ মাধ্যমকে বলেন, ‘তিনি (পররাষ্ট্র মন্ত্রী) অসুস্থতা বোধ করায় শেখ হাসিনার সাথে সফরে যাচ্ছেন না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে (৫-৮ সেপ্টেম্বর) চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। তিন বছর পর শেখ হাসিনা ভারত সফরে গেলেন। এর আগে করোনা ভাইরাস মহামারীর আগে ২০১৯ সালে ভারত সফর করেছিলেন তিনি।

বাংলাদেশ সরকার বলছে, ‘এবারের সফরটি বাংলাদেশ ও ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ‘এ সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক আস্থা ও বোঝাপড়াসহ বহুমাত্রিক সম্পর্ককে গভীর করবে।