সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শেষ হল এনএইচটি নতুন ফুটবল রেফারিং প্রশিক্ষণ কোর্স

শুক্রবার, জুন ১৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে পাঁচ দিন ব্যাপী নতুন রেফারিং প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন টিপুর সঞ্চালনায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দিন নাছির উদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান, সিজেকেএসের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম, কোর্সের প্রশিক্ষক তৈয়ব হাসান বাবু ও নাজমুল হুদা, প্রশিক্ষণ উপ কমিটির চেয়ারম্যান দেবাশিষ বড়ুয়া দেবু, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, প্রশিক্ষণ উপ কমিটির সম্পাদক নুরুল আবছার, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন বাবর, শরিফুজ্জামান খান টিপু, খোরশেদ আলম, সাইদুল হক, দিদারুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মওলা ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দিদারুল আলম সংবর্ধনা দেয়া হয়।

কোর্সে মোট ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।