রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

শ্রাবণ জুয়েলের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত সহযোদ্ধা মো. নয়ন মিয়ার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়ে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সিটির কাজির দেউড়ি দলীয় কার্যালয় এলাকায় এ মিছিল করেন তারা।

শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নকিব হোসাইন চৌধুরী, মুহাম্মদ হিসাম উদ্দিন, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, মুহাম্মদ মিছবাহ উদ্দিন নাছিম, সাইফুল ইসলাম সায়েম, সৈয়দ আল হাসান, ওহিদুর রহমান. মো, সালামত উল্লাহ সালাম, আবু শাহাদাত মো. আদিল, মো. জহির উদ্দীন, জয়নাল আবেদীন ছোটন, মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান, মেহেদী হাসান, জহির মো. রফিকুল, মোহাম্মদ তানভীরুল ইসলাম, মুহাম্মদ হারুন অর রশিদ, শাহরিয়ার লিমনসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে মামুন উর রশিদ মামুন বলেন, ‘ছাত্রলীগ ভবিষ্যতে এমন কাপুরুষিত হামলা করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে সমুচিত জবাব দিবে।’