শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সংকট/২০২৩ এ আরো নেতিবাচক হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক-রাজনৈতিক অবস্থা

বৃহস্পতিবার, জানুয়ারী ৫, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরো নেতিবাচক হবে বলে দেশটির অধিকাংশ নাগরিকরা আশঙ্কা করছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গ্যালাপ কোম্পানির এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ নাগরিক মনে করেন, ২০২৩ সাল দেশটির অর্থনৈতিক উন্নয়নের জন্য জটিল হবে। এ ছাড়া ৮১ শতাংশ মানুষ কর বৃদ্ধি, ৬৫ শতাংশ মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি ও ৫০ শতাংশ মানুষ বেকারত্বের আশঙ্কা করছেন।

জরিপে অংশ নেয়া ব্যক্তিরা বলছেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ‘কিছু অর্থনীতিবিদ মনে করেন, সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে ও ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দা দেখা দেবে।’

এতে বলা হয়, ‘৭২ শতাংশ মার্কিনি মনে করেন, চলতি বছর অপরাধের হার বাড়তে পারে। অন্য দিকে, ৯০ শতাংশ মানুষ মনে করেন, এ বছর রাজনৈতিক সহযোগিতার চেয়ে সংঘাত বাড়বে।’
 
২০২২ সালেও এসব প্রবণতা বেশ বেড়েছে। গত বছর দেশটির মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। যদিও সারা দেশে অপরাধের ঘটনা বাড়ে নি, তবে ২০২০ সালের ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভের পর কিছু শহরে সহিংস অপরাধ নাটকীয়ভাবে বেড়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি মনযোগ ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর কিয়েভকে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

জরিপে অংশ নেয়া মাত্র ১৪ শতাংশ মনে করেন, ২০২৩ সাল অনেক শান্তি পূর্ণভাবে কাটবে। ৮৫ শতাংশ মনে করেন, আগের চেয়ে বেশি সংকটময় থাকবে আন্তর্জাতিক রাজনীতি। ৬৪ শতাংশ মার্কিনি মনে করেন, ২০২৩ সালে বিশ্ব রাজনীতেতে আমেরিকার শক্তি হ্রাস পাবে। একই সাথে সমান সংখ্যক লোক মনে করেন, এ বছর রাশিয়ার শক্তিও কমবে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বন্দ্বের মধ্যে ৭৩ শতাংশ মনে করছেন, এ প্রেক্ষাপট বিশ্বে চীনের শক্তি বাড়বে।