বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সংঘাতে জড়াতে চাইলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াকে নিশ্চিহ্ন করার কিমের নির্দেশ সেনাবাহিনীর প্রতি

মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪

প্রিন্ট করুন

পিয়ংইয়ং, উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যদি সামরিক সংঘর্ষে জড়াতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ের নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গেল এক বছরে উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার রেকর্ড-ব্রেকিং ধারাবাহিকতায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে।

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নতুন বর্ষের প্রাক্কালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রধান কমান্ডিং অফিসারদের সঙ্গে বৈঠকে কিম বলেন, ‘উস্কানি দিলে তার সামরিক বাহিনীর উচিত হবে শত্রুদের ‘নির্মূল’ করা।’

কিম আরো বলেন, ‘শত্রুরা যদি সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তাহলে আমাদের সেনাবাহিনীর উচিত হবে, সর্বোচ্চ কঠিন উপায় অবলম্বন করে তাদের সম্পূর্ণ ধ্বংস করা।’