রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

সওগাতুল আনোয়ার খানের একক সঙ্গীতা অনুষ্ঠান স্বর্ণ যুগের গানের আসর

শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

লন্ডন, ইংল্যান্ড: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত শিল্পী সওগাতুল আনোয়ার খানের
একক সঙ্গীতা অনুষ্ঠান ‘স্বর্ণ যুগের গানের আসর’ ৬ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের ব্র্যডি আর্টস সেন্টারে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গল সেন্টার ইউকের এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান উপস্থাপনা করেন বাচিক শিল্পী তানজিনা নূর- ই সিদ্দিকী। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, আইনজীবী মনোয়ার হোসেন।

এর আগে ইস্ট লন্ডনের বেথনাল গ্রীনের অক্সফোর্ড হলে শিল্পীর একাধিক সঙ্গীত পরিবেশনা সুধি মহলে প্রশংসা কুড়িয়েছিল। ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশে স্থায়ী হলেও লন্ডনের ভক্তদের ভুলে যান নি। তিনি লন্ডনের বাঙালি কমিউনিটিতে পরিচিত একটি নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে শিল্পীর রয়েছে অসংখ্য গানের ভক্ত।

সওগাতুল আনোয়ার খান বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। পেশায় তিনি একজন আইনজীবী হলেও তার গানের দক্ষতা বেশ প্রশংসনীয়। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গান পরিবেশনা করেও তিনি আলোচনায় ওঠে এসেছেন।

প্রেস বার্তা