শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সন্তান নেয়ার ব্যাপারে যা বললেন দীপিকা

বৃহস্পতিবার, জানুয়ারী ৪, ২০২৪

প্রিন্ট করুন

বোম্বে, ভারত: বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। নিজেদের ঢিলেঢালা পোশাক, সাজসজ্জা, অভিনয় নিয়ে প্রায় চর্চায় থাকেন তারা। এমনকি একাধিক বার উঠে এসেছিল অভিনেত্রীর মা হওয়ার গুজব। সন্তান নেয়ার প্রসঙ্গে বার বার দীপিকাকে বলতে শোনা গিয়েছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব। এই সংবাদ লুকিয়ে রাখা যায় না।’ তবে এবার সন্তান নেয়া প্রসঙ্গে নিজেই কথা বলেছেন দীপিকা।

সম্প্রতি সাক্ষাৎকারে দীপিকা সন্তান নেয়ার পরিকল্পনার কথা বলেছেন। ভোগ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের দীপিকার ভাষ্য, ‘আমার নিকট পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই ধরনের শিক্ষা দেয়া উচিত।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়, তিনি মা হওয়ার পরিকল্পনা করছেন কি না? এ প্রশ্নের উত্তরে স্মিত হাসেন দীপিকা। বলেন, ‘অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যখন আমরা আমাদের একসাথে পথ চলা শুরু করেছিলাম।’

বলে রাখা ভাল, ২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ চলচ্চিত্রে প্রথম বারের মত জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ আরো কয়েকটি চলচ্চিত্রে একসাথে দেখা গেছে তাদের। ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা।