সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শিরোনাম

সম্প্রীতির জয়গানে অভিষিক্ত হল সাউথ জ্যামাইকা বাংলাদেশী কমিউনিটি

সোমবার, এপ্রিল ২১, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: ঈদ আর বৈশাখ বরণের আমেজে ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণের মাধ্যমে প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম করার সংকল্পে অভিষিক্ত হলেন ‘সাউথ জ্যামাইকা বাংলাদেশী কমিউনিটির কর্মকর্তারা। গত ১৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে আয়োজিত সমাবেশে ১৯ সদস্যের কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় পাশে ছিলেন ‘বাংলাদেশ সোসাইটি’র সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। শপথ গ্রহণের পরই নয়া কমিটির কর্মকর্তাগণকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাঘব প্রদত্ত বিশেষ সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।

সঞ্চিতা কবিরের সাবলিল উপস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ও আইনজীবী মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, ‘বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, সাবেক সেক্রেটারি জে মোল্লাহ সানি, কাজী এমআর খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী এমআর খান সেলিম, বিক্রমপুর সোসাইটির সাবেক সভাপতি শাহাদৎ হোসেন, কমিউনিটি লিডার সোহরাব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নয়া কমিটির মাধ্যমে কুইন্সের সাউথ জ্যামাইকায় উদিয়মান কমিউনিটির সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সচেষ্ট থাকার আহবান জানান।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ উজ্জল, মোহাম্মদ বোরহান উদ্দিন-সিনিয়র সহ-সভাপতি, শামনুর মিয়া-সহ-সভাপতি, মো. সোহেল রানা-যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন কবির-অর্থ সম্পাদক, ইমরোজ হোসেন-সাংগঠনিক সম্পাদক, কাজী আপেল মাহমুদ-শিক্ষা সম্পাদক, হেলাল-ই আলম টিটু-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোহরউদ্দিন খান-সাংস্কৃতিক সম্পাদক, মনিরুল হক-গণসংযোগ সম্পাদক, জাহাঙ্গির আলম-সমাজকল্যাণ সম্পাদক। নির্বাহী কমিটির সদস্যরা হলেন আসাদুজ্জামান ফারুক, মোহাম্মদ এ মিন্টু, আব্দুল মান্নান, জিয়াউর রহমান লাকী, মোহাম্মদ সরোয়ার, শরিফুল ইসলাম এবং মো. বেলাল।

সাংস্কৃতিক পর্বে মোহরউদ্দিন খানের দেশের গান সকলের দৃষ্টি কেড়েছে। নাচ পরিবেশন করে সকলকে মোহিত করেছে নতুন প্রজন্মের প্রিয়ন্তি পাল। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের গানে গানে আপ্লুত হয়ে গভীর রাতে সকলে ঘরে ফিরেছেন।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্সে সবচেয়ে বেশী বাংলাদেশীর বসতি গড়ে উঠেছে। হিলসাইড এবং জ্যামাইকা এভিনিউর পর কুইন্স ভিলেজ ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখোন সে তালিকায় যুক্ত হয়েছে সাউথ জ্যামাইকা। প্রতিদিনই বাড়ছে প্রবাসীদের সংখ্যা।