মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

সম্মেলন/বোয়ালখালী কৃষক সমিতির নেতৃত্বে সেহাব ও পারু

শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

বোয়ালখালী, চট্টগ্রাম: কৃষি উপকরণের দাম কমানো, ভর্তুকির দাবি, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু, প্রতি কেজি ধানের দাম ৪০ টাকা নির্ধারন করা ও কৃষক আন্দোলন জোরদার করার আহবানে বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২২) বিকালে উপজেলার কড়লডেঙ্গা নতুন বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রবীন কৃষক নেতা মোহাম্মদ আবদুল নবী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষকনেতা সেহাব উদ্দিন সাইফু, শৈবাল আদিত্য।

সংগঠনের সভাপতি দিদারুল ইসলঅম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বাবু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক মঞ্জু, শ্যামল দে, সাজ্জাদ হোসেন, সুদর্শন দাশ, মনোতোষ চৌধুরী।

সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে সেহাব উদ্দিন সাইফুকে সভাপতি ও অনুপম বড়ুয়া পারুকে সাধারণ সম্পাদক করে ১১ জন বিশিষ্ট উপজেলা গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যদের কৃষক সমিতির শপথ বাক্য পাঠ করান জেলা কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শওকত আলী।