শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সরিষার হলুদ রঙ্গে ভরে উঠেছে জয়পুরহাটের মাঠ ঘাট

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

জয়পুরহাট: জয়পুরহাট জেলার গ্রামীণ পথঘাট এখন সরিষার হলুদ রঙ্গে ভরে উঠেছে। জয়পুরহাট জেলায় চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে ১৫ হাজার ৩৭ হেক্টর জমিতে সরিষা চাষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার ১৫ হাজার ৩৭ হেক্টর জমিতে সরিষা চাষ লক্ষ্যমাত্রার মধ্যে রোববার (১১ ডিসেম্বর) পর্যন্ত চাষ হয়েছে ১৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় চার হাজার ৮০০ হেক্টর, পাঁচবিবি উপজেলায় পাঁচ হাজার ৭৮০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় দুই হাজার ১৫০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় এক হাজার ৩০০ হেক্টর ও কালাই উপজেলায় ৫৬০ হেক্টর। এতে সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৭৭৫ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল করিম বলেন, ‘সরিষা চাষে সফলতার জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ব্যাংকগুলো কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করছে।’

আবহাওয়া ভাল থাকায় সরিষার ফলন এবারো বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।