শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সলোমন দ্বীপপুঞ্জসহ প্যাসিফিক অঞ্চলের ১৪ দেশের সাথে চুক্তি যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: প্রথমে অস্বীকৃতি জানালেও প্যাসিফিক অঞ্চলের বাকি ১৩টি দেশের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সই করেছে সোলোমন দ্বীপপুঞ্জ। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ অঞ্চলের বড় দেশগুলোর নেতাদের সাথে ঐতিহাসিক সাক্ষাতের পর এ চুক্তি হয়। দশ ধারা বিশিষ্ট এ চুক্তির বিষয়টি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। খবর ব্লুমবার্গ, নিক্কেই এশিয়ার।

চুক্তিতে বলা হয়েছে, এ অঞ্চলে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতামূলক কর্মকান্ড বাড়ানো হবে।’

গত মে মাসে প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাথে প্রায় একই রকম একটি চুক্তি করতে চেয়েছিল চীন। কিন্তু ওই সময় সেটি প্রত্যাখান করেছিল দেশগুলো।

এর আগে এপ্রিলে শুধুমাত্র সলোমন দ্বীপপুঞ্জের সাথে নিরাপত্তা চুক্তি করেছিল চীন।এরপর পুরো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কর্তৃত্ব বাড়াতে চেয়েছিল এশিয়ার এ দেশটি। কিন্তু সেটি শেষ পর্যন্ত হয় নি। এর মাঝে যুক্তরাষ্ট্র চুক্তি করল।