ঢাকা: যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যকার স্টেট পার্টনারশীপ প্রোগামের ১৫ বছর বুধবার (১৩ ডিসেম্বর) পূর্ণ হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের অফিস অফ ডিফেন্স কো-অপারেশন (ওডিসি) চীফ লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালেসারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি শুভেচ্ছা উপহার দেয়া হয়।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে যুক্তরাষ্ট্রের অফিস অফ ডিফেন্স কো-অপারেশনকে (ওডিসি) বিশেষ ভূমিকা রাখার জন্য ওয়াকার-উজ-জামান ধন্যবাদ জানান।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ড এবং অফিস অফ ডিফেন্স কো-অপারেশনকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশা করেন ওয়াকার-উজ-জামান।