শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করেছে প্রয়াত ফারুক হাসানের সৃজনশীল কর্মকান্ড

রবিবার, মার্চ ১৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বেতার টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, কথন সম্পাদক, শিশু সাহিত্যিক ফারুক হাসানের শোক সভা বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন।

সাংবাদিক ও গীতিকার আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন। অতিথি ছিলেন গীতিকার গোলাম মোস্তফা, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা সরোয়ার, আঞ্চলিক পরিচালক (সঙ্গীত) প্রেম গোপাল হালদার, সংগীত শিল্পী নাজমুল আবেদনীন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি জাবেদ আবছার চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার এস আনিস আহমদ বাচ্চু। বক্তব্য দেন গীতিকার দীলিপ ভারতী, পংকজ দেব অপু, সুরজিত রাহা দাশু, এসএম ফরিদুল হক, হুমায়ন চৌধুরী, ইফতেখার সাদী, জসিম উদ্দিন খান, বাসুদেব খাস্তগীর, মো. ওবায়দুল্লাহ, প্রদীপ দাশ পরাগ, মোস্তফা আনোয়ারুল ইসলাম, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান সাহাব উদ্দীন বাবু, তাপস আচার্য্য, সাংবাদিক জামশেদ উদ্দিন, গীতিকার নুরনবী রাজু, সাংবাদিক রোজী চৌধুরী, অভিনেতা আবু জাফর, এসএম রানা, জাকের আহমদ।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন এসএম ফরিদুল হক।

সভায় বক্তারা বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করেছে ফারুক হাসানের সৃজনশীল কর্মকান্ড। ব্যক্তি জীবনের তিনি সহজ-সরল ও সুন্দর মনের মানুষ ছিলেন। শিশু সাহিত্যের প্রতি তার ভালবাসা, গানের প্রতি মমত্ত্ববোধ, সাংস্কৃতিক অঙ্গনে তার সরব পদচারণা আলোকিত করেছে এ অঙ্গনকে। তার রেখে যাওয়া ভাল কর্মের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।’