সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সাধারণের কাছাকাছি নিয়ে যেতে হবে থিয়েটারকে

রবিবার, নভেম্বর ৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যৌথ উদ্যোগে রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রুপ থিয়েটারে আগামীর ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা।

এতে মূখ্য আলোচক ছিলেন কলকাতার বিশিষ্ট নাট্যকার, নাট্যসমালোচক ও গবেষক অংশুমান ভৌমিক। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম সঞ্চালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাকদক সাইফুল আলম বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলির সদস্য মোসলেম উদ্দীন সিকদার।

আলোচক অংশুমান ভৌমিক বলেন, ‘একটি অতিমারি কাল পেরিয়ে নাট্যাঙ্গন যখন আবার জাগতে শুরু করেছে, তেমনি এক সময়ে এ আয়োজন গুরুত্ব বহন করে। আগামীর থিয়েটার কেমন হবে, কি ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন, কিভাবে সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করব, তা এখন থেকেই ভাবতে হবে। মেধার চর্চা ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের পরিধি বিস্তৃত করতে হবে; যাতে সাধারণের চাহিদা থিয়েটারের বিষয়বস্তু হয়ে মঞ্চে আসে। চার দেয়ালর মঞ্চের পাশাশাশি সাধারণ মানুষের কাছে নাটক নিয়ে যাওয়ার জন্য মনযোগ দেয়া প্রয়োজন নাট্যকর্মীদের।’ 

আয়োজিত মুক্ত আলোচনায় নাট্যজন শিশির দত্ত,  ম সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, প্রদীপ দেওয়ানজী, অসীম দাশ, কুন্তল বড়ুয়াসহ নাট্যকর্মী ও বিভিন্ন অঙ্গনের সংস্কৃতজন উপস্থিত ছিলেন।