শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

সিআরবি আন্দোলনে ‘বৃক্ষসোনা’ কাব্যগ্রন্থের জন্য কৃষি এওয়ার্ড পেলেন গোলাম মাওলা জসিম

সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বৃক্ষসোনা কৃষি-প্রকৃতি ও পরিবেশের উপর কবি গোলাম মাওলা জসিম রচিত কাব্যগ্রন্থ। যেখানে কবিতার মাধ্যমে চট্টগ্রাম সিটির সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে কবির একক প্রচেষ্টায় অন্যান্য সংগঠনের পাশাপাশি আন্দোলন বেগবানসহ গণমানুষকে সচেতন করতে প্রতিটি ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন। তার এ অনবদ্য অবদানের জন্য প্রকৃতি ও কৃষিভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম ‘চ্যানেল কৃষি’র উদ্যোগে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত গুণীজন সন্মাননা অনুষ্ঠানে গোলাম মাওলা জসিমকে ‘চ্যানেল কৃষি সন্মাননা স্মারক ২০২২’ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে গোলাম মাওলা জসিমের হাতে সন্মাননা স্বারক তুলে দেন ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ডিরেক্টর প্রফেসর মোহাম্মদ রায়হান ফারুক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম হারুনুর রশিদ, ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রামের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও চ্যানেল কৃষির চেয়ারম্যান গণ মাধ্যম কর্মী আমিনুল এহসান রুবাইয়াত।