শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সিনেট থাকছে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে; প্রতিনিধি পরিষদে এগিয়ে রিপাবলকিানরা

রবিবার, নভেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে। গত মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলে জো বাইডেনের ডেমোক্রেট দল নেভাদায় জয় পেয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাটল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এ জয়ের মধ্যদিয়েই সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট দল।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে সিনেটে রিপাবলকিানরা পেয়েছে ৪৯ আসন ও ডেমোক্রেটরা পেয়েছে ৫০ আসন। তবে ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে দরকার ৫১টি আসন। আগামী ৬ ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে। সেখানে রিপাবলিকানরা জিতে গিয়ে আসন প্রাপ্তি ৫০-৫০ হলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোট নিয়ে সিনেট নিয়ন্ত্রণ করবে ডেমোক্রেটরা।

এ দিকে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে রিপাবলকিানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা পেয়েছে ২১১টি আসন। আর ডেমোক্রেটরা পেয়েছে ২০৩টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার ২১৮টি আসন।

মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের জন্যে প্রত্যাখানের সুর থাকে। কিন্তু এবারের নির্বাচনে ব্যাপকভাবে রিপাবলিকান দলের লাল ঢেউ (রিপাবলিকানদের পক্ষে ব্যাপক সমর্থন) ছড়িয়ে পড়ার ধারণা দেয়া হলেও বাস্তবে তা ঘটে নি। ভোটে জেতা নিয়ে উভয় দলেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

এ দিকে, প্রতিনিধি পরিষদেও জেতার আশা ছাড়ছে না বাইডেন শিবির। কারণ রিপাবলিকানরা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাইডেনের কর্মসূচি বাস্তবায়নে বেগ পেতে হবে বলে আশংকা করা হচ্ছে।