মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

শিরোনাম

সিলেট জেলা পরিষদের সদস্য হওয়ায় জ্যামাইকায় ইফজাল চৌধুরীকে সংবর্ধনা

বুধবার, জুন ২১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইফজাল আহমেদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। বুধবার (১৫ জুন) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যামাইকায় খলিল বিরিয়ানী হাউজের পার্টি হলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, টমাস দুলু রায়, হুসনে আরা বেগম ও শাহাদৎ হোসাইন, সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান, কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, ফ্রেন্ডস সোসাইটির বাংলা স্কুলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম চুন্নু ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ‌।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি শাহীন কামালী, ব্যবসায়ী আব্দুল ফাত্তাহ, সমাজসেবক খলিলুর রহমান, আব্দুল মুক্তাদির, আব্দুল হক, নওশাদ হায়দার, নুর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, সংগঠনের কর্মকর্তা এনায়েত মুন্সি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ ইলিয়াস হাবিব ও মো. তুহিন।

অনুষ্ঠানে ইফজাল আহমেদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইফজাল আহমেদ চৌধুরী কমিউনিটির পরিচিত মুখ ও তিনি দীর্ঘ দিন ধরে কমিউনিটির সেবা করছেন। তার মেধা, কাজ ও যোগ্যতা দিয়ে দেশ ও প্রবাসে নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করেছেন।’

‘ইফজাল আহমেদ চৌধুরী প্রবাসে থেকেও সময়ে সময়ে দেশে গিয়ে নিজ এলাকার মানুষদের কাছে নিজেকে যোগ্য প্রমাণিত করেছেন ও জনগণের ভোটে সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী দিনে তিনি জনগণের সেবার আরো বড় পদে নির্বাচিত হবেন।’

ইফজাল আহমেদ চৌধুরী তার কাজে সহযোগিতা, সমর্থন ও সাহায্য করায় সংশ্লিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি এবং এ সংগঠনের সব কর্মকর্তাসহ প্রবাসীরা আমাকে যেভাবে সব দিক দিয়ে সাপার্ট দিয়েছেন, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’

তিনি সবার সহযোগিতায় আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।