রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন নিয়ে চলচ্চিত্র ‘বর্ডার’

শনিবার, আগস্ট ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘বর্ডার’। এটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এর আগে প্রচারের অংশ হিসেবে প্রকাশ পেল সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় পোস্টারটি।

এর ক্যাপশনে সিনেমাটি নিয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে- বর্ডার হল দুই দেশের সীমানা। এ সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরু ও নানান দ্রব্যাদি। তেমনি আবার হয় মাদকসহ নানা দ্রব্যাদির চোরাচালান। যোগ করা হয়, এ চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশ কিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘বর্ডার’।

আসাদ জামানের কাহিনিতে সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।