চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির সুগন্ধা (ঝুমুর) সিনেমা হল ও সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগাং’। আগামী ১৮ নভেম্বর এ দুইটি পর্দায় চলচ্চিত্রটি রিলিজ দেয়া হচ্ছে।
মোবাইল অপারেটর রবির অঙ্গ প্রতিষ্ঠান বিঞ্জ নিবেদিত ‘মেইড ইন চিটাগং’ এর কাহিনী, চিত্রনাট্য ও ক্রিয়েটিভ পরিচালক হিসেবে রয়েছেন রিয়াদ বিন মাহবুব। আর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
চট্টগ্রাম সিটির আমবাগান, নজুমিয়ার হাট, পতেঙ্গা নেভাল, সিআরবি ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে।
রিয়াদ বিন মাহবুব জানান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগাং’ চলচ্চিত্রে এ অঞ্চলের গল্প সুনিপুণভাবে হাস্যরসের মাধ্যমে ফুটিযে তুলা হয়েছে। এর আগে ‘মেইড ইন চিটাগাং’ নামে ভিন্ন ভিন্ন সময়ে ছয় পর্বের নাটক গাজী টিভিতে প্রচার হয়েছে, যা ব্যাপক প্রশংসিত হয়। তবে চলচ্চিত্রের গল্প ভিন্ন।’
‘মেইড ইন চিটাগাং’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল আলম চৌধুরী, পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, নাসির উদ্দিন খান, সাজু খাদেম, চিত্রলেখা গুহ, হিন্দল রায়, মুকিদ জাকারিয়া, রাফিউল কাদের রুবেল, ইরফাদ আবেদ, হাসান আজাদ, প্রিয়া মৌলী, পলি চৌধুরী, আকিব, সায়মন, ইভান প্রমুখ।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন, চিত্রধারণ করেছেন গোলাম মাওলা নবীর।