রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সেন্ট সুইসের স্কুলে বন্দুক হামলায় মৃত তিন, আহত সাত

বুধবার, অক্টোবর ২৬, ২০২২

প্রিন্ট করুন

সেন্ট লুইস, মিসৌরি: ফের বন্দুক হামলার কবলে পড়ল যুক্তরাষ্ট্রের একটি স্কুল। এবারের হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। খবর বিবিসির।

সোমবার (২৪ অক্টোবর) মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলে বন্দুক হামলা ও হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও থাকতে পারে। স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিল ও সন্দেহভাজন ওই বন্দুকধারী সেখানে কীভাবে প্রবেশ করেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘হামলা শুরুর পর এক পর্যায়ে বন্দুকধারীর হাতে থাকা অস্ত্রটি জ্যাম বা আটকে যাওয়ার পর অনেকের প্রাণ রক্ষা পায়।’

এ দিকে, সেন্ট লুইস পাবলিক স্কুল বলছে, ‘পুলিশ অভিযুক্ত ওই বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’।

সন্দেহভাজন ওই হামলাকারী সেখানকারই ১৯ বছর বয়সী সাবেক ছাত্র বলে নিশ্চিত করেছে পুলিশ। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সাথে অভিযুক্ত হামলাকারীর গুলি বিনিময় হয় ও পরে নিজের আঘাতে সে মারা যায়। হামলাকারী ছাড়া নিহতদের অন্য দুইজন হচ্ছেন একজন কিশোরী ও একজন নারী।

হামলার পরপরই ওই কিশোরীকে স্কুলের ভেতরেই মৃত ঘোষণা করা হয়।