শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন চট্টগ্রাম সিটির লালখান বাজারে

রবিবার, ডিসেম্বর ১১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাাম সিটির লালখান বাজার এলাকায় কাউন্সিলর অফিসের নিচে উদ্বোধন হয়ে গেল ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’। সেলুনে আসা সেবাগ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো চিফ সৌমেন ধর। ‘মা হেয়ার কাটিং’ এর কর্ণধার জয়ন্ত দাশ সাগরের হাতে বই ও তাক তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশাররফ ভূঁইয়া পলাশ, অভিনেত্রী নাসরীন হীরা, অভিনেতা মোহাম্মদ আলী, আবদুল মান্নান, পারভেজ চৌধুরী, সৌরভ পাল।

অনুষ্ঠানে সৌমেন ধর আশা প্রকাশ করেন বলেন, ‘এ কার্যক্রমের ফলে অনেকে বই পড়ায় উদ্বুদ্ধ হবে। এটি একটি ব্যতিক্রমী কার্যক্রম। এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গোলাম মাওলা জসিমের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়।’

অনুষ্ঠানে জানানো হয়, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে চট্টগ্রামসহ দেশের প্রায় ১০০ এর কাছাকাছি সেলুনে শোভা পাচ্ছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।