বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন চট্টগ্রাম সিটির মেহেদীবাগে

শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির মেহেদীবাগে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে ‘জেন্টস ফ্রেস লুক’ সেলুনে এর উদ্বোধন করেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাট্যজন সাইফুল আলম বাবু। এ সময় সেলুনের স্বত্বাধীকারী মো. জীবন মিয়ার হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

আবৃত্তিশিল্পী আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, নাট্যজন মোশারফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী ফরহাদ শাহরুখ, পারভেজ চৌধুরী, মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে এই মহতি উদ্যোগের প্রশংসা করে সাইফুল আলম বাবু বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ একটি প্রশংসনীয় উদ্যোগ; যা আমার ভাল লেগেছে। বিদেশে এ ধরনের উদ্যোগ দেখা যায়। শিক্ষার কোন বিকল্প নাই। সেলুনে গ্রাহকদেরকে অনেক সময় অপেক্ষা করতে হয়। তখন পাঠাগারের সুবিধা থাকলে তাদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। প্রতিটি সেলুনে এ ব্যবস্থা থাকা উচিত। বই সংগ্রহ করে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ের’র কর্তৃপক্ষকে দিতে হবে।’

তাই, বই দেয়ার তিনি লেখকদের প্রতি অনুরোধ জানান।

বলে রাখা ভাল, ‘কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’