শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

সৈকতের শহর আটলান্টিকে অনুষ্ঠিত হল ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

আটলান্টিক, নিউ জার্সি: পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চলছে এখন উৎসবের আমেজ, চার দিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধানো কান্ড। এসবের ঢেউ লেগেছে নিউ জার্সি রাজ্যের সৈকত শহর আটলান্টিক সিটিতেও। এ শহরটি বিশ্বে ‘ক্যাসিনো শহর’ নামে খ্যাত।

আটলান্টিক সিটিতে শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হল ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’। সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে ইন্ডিয়ানা এভিনিউ থেকে দুপুর বারোটায় এ প্যারেড শুরু হয়; যা সেন্টার সিটি পার্কে এসে সমাপ্ত হয়।

প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত দেখিয়ে সবাইকে মাতিয়ে রাখে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কৌতুহলী জনতা সড়কের দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত ও অভিনন্দন জানায়।

প্যারেডে অংশগ্রহনকারী সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু-কিশোররাও মেতে ওঠে উচ্ছাসে।

এবারের ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা দিয়েছিল।