শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মজুমদারকে সংবর্ধনা

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট ৩৪) ন্যাথালিয়া ফার্নান্দেজ ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। মোহাম্মদ এন মজুমদার যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশী আমেরিকান কমিউনিটি বোর্ড চেয়ারম্যান। গেল ৬ নভেম্বর ব্রঙ্কসের ১৪১০ ইউনিয়নপোর্ট রোডের আল আকসা পার্টি হলে ফেন্ডস অব ফার্নান্দেজ অ্যান্ড মজুমদার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফাদার ডেভিড পাওয়ার। আলোচনায় অংশ নেন ব্রঙ্কসের এসিসটেন্ট ডিষ্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, শাখাওয়াত আলী, খলিল ফুডের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বিবিএর সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, সাবেক কমিউনিটি বোর্ড মেম্বার মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর মেম্বার এমডি আলাউদ্দিন, এনওয়াইপিডির সাবেক সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, পুলিশ অফিসার বিলাল রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জামাল হুসেন, সায়েম মুন্তাকিম, সালমা সুমি, ফাহমিদা চৌধুরী।

অনুষ্ঠানে ন্যাথালিয়া ফার্নান্দেজ ও মোহাম্মদ এন মজুমদারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজকরা। নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত ন্যাথালিয়া ফার্নান্দেজ ও মোহাম্মদ এন মজুমদার ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘আমাদের কমিউনিটির সকলের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সমাজ ও রাজনীতিতে তাদের অনেক দুর এগিয়ে যেতে হবে। আমাদের জন্য অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ নিতে হলে আমাদের ভোটার হতে হবে ও ভোটা দিয়ে নিজেদের শক্তি ও সামর্থ জানান দিতে হবে।’

ন্যাথালিয়া ফার্নান্দেজ বলেন, ‘আমি সব সময় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’

এই ধারা অব্যাহত রাখতে তিনি বাংলাদেশী আমেরিকানদের সহযোগিতা কামনা করে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে খারাপ এ কথা সত্যি। কিন্তু, রাতারাতি এ অবস্থার উন্নতি হবে- এমনটি আশা করাটাও ঠিক হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হয়েছে। আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

সব বাংলাদেশীকে ভোটার হওয়ার ও ভোটা দেয়ার অনুরোধ জানিয়ে ন্যাথালিয়া বলেন, ‘ভোট দিলে আপনারা জনপ্রতিনিধিদের কাছে বেশি প্রিয় ও গ্রহণযোগ্য হবেন। আপনাদের সুযোগ সুবিধাও অনেক বাড়বে।’

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়ন, প্যালেস্টাইনে ইসরাইলের বাহিনীর নিরীহ মানুষ হত্যাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন।