চট্টগ্রাম: ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। সোমবার (২৪ জুন) সকাল দশটার দিকে চমেকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হলেও হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।
এ ব্যাপারে চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলছেন, ‘বার বার নোটিশ দেয়া সত্ত্বেও ছয় মাসের বিল পরিশোধ না করায় আমরা চমেকের একাডেমিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’
ক্যাম্পাসে কলেজ ও হাসপাতালের জন্য আলাদা দুইটি সংযোগ আছে জানিয়ে এ প্রকৌশলী বলেন, ‘দুইটি সংযোগের জন্য মোট এক কোটি ২৯ লাখ টাকা বকেয়া আছে। এর মধ্যে চমেকের সংযোগে বকেয়া আছে ৬০ লাখ ৬৯ হাজার টাকা।’
রোগীদের স্বার্থে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি বলে জানান হুমায়ুন কবির।
যোগাযোগ করা হলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘হাসপাতালের সংযোগ ঠিক থাকায় রোগীদের চিকিৎসায় কোন ব্যাঘাত হচ্ছে না।’
বকেয়া বিল পরিশোধ না করার ব্যাপারে তসলিম উদ্দিনের ভাষ্য, বার্ষিক বাজেটে সংকুলান না হওয়ায় সময়মত বিল পরিশোধ করতে পারেনি তারা। বিল পরিশোধে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর বাইরে বিল বকেয়া থাকায় পূর্বাঞ্চলীয় রেলের প্রধান দপ্তর চট্টগ্রামের সিআরবি ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবি।
পিডিবির কর্মকর্তারা বলছে, ‘বকেয়া বাবদ পূর্বাঞ্চলীয় রেলওয়ের কাছে পিডিবির পাওনা দুই কোটি ১২ লাখ টাকা।’