ঢাকা: হজযাত্রী নিবন্ধের সময় পুনরায় আগামী মঙ্গলবার (১১ এপ্রিল) পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্য মতে, নয় হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং এক লাখ নয় হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজ উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের কোটা পূরণ হতেই স্বেচ্ছায় হজ নিবন্ধন সার্ভার বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সম্পাদিত সৌদি আরবের সাথে চুক্তি মতে এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ গমন করতে পারবেন।