রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচন: সভাপতি রাশেদ খান, সেক্রেটারি নূর উদ্দিন

মঙ্গলবার, জুন ২৭, ২০২৩

প্রিন্ট করুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ খান সভাপতি ও জিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৪ জুন) বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ এখলাছুর রহমান খোকন ও এমএ মজিদের যৌথ সইয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মাসুক, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম, সদস্য সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী সদস্য নির্বাচিত হন। এর পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হালীমের সভাপতি ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর পরিচালনায় এতে সংগঠনের সদস্যরা বক্তব্য দেন এবং সাধারণ সভার বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের বিবরণ পাশ করেন। পরে, দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির ফলাফল ঘোষণা করেন।