শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

হরতালের সমর্থনে হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পিকেটিং

সোমবার, নভেম্বর ২০, ২০২৩

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: বিএনপি ও বিরোধী দলের ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়-হাটহাজারী সড়কে পিকেটিং করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

রোববার (১৯ নভেম্বর) সকালে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়- হাটহাজারী সড়ক অবরোধ করে পিকেটিং করে চবি ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় শাটল ট্রেন চলবে না, বাসের চাকা ঘুরবে না, ক্লাশ পরীক্ষা বর্জনের স্লোগান দেয়া হয়।

আলাউদ্দিন মহশিন বলেন, ‘ভোটাধিকার আমার আমাদের অধিকার। যতক্ষণ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে ক্যাম্পাসে ফিরব, ইনশাআল্লাহ।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘এক দফা দাবি, বাংলাদেশের জনগণের গণমানুষের দাবি। যে দাবিতে চলমান আন্দোলনে দেশের সব শিক্ষার্থীসহ সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করতে হবে। জোর করে শিক্ষার্থীদের ক্লাশ পরীক্ষা নেয়া যাবে না।’