মুম্বাই, মহারাষ্ট্র, ভারত: পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেনন বলিউড অভিনেতা সাইফ আলি খান। হাসপাতাল ছাড়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।
এদিকে, সাইফের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। হামলাকারীর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
৩০ বছর বয়সী শেহজাদকে সাইফের বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করে পুলিশ। এরপর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। পাঁচ দিনের পুলিশ হেফাজতের প্রথম দিন পেরোতেই জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন হামলাকারী।