মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

‘হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে ব্রঙ্কসে বিজয় দিবস উদযাপিত

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪

প্রিন্ট করুন

নিউিইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্কে ব্রঙ্কসে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস।

২১ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার সাথে অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য। শ্রদ্ধা-ভালবাসার এ আয়োজনে ব্রংঙ্কসের স্টারলিং বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজ ও ইভেন্ট কমিটির আহ্বায়ক পল্লব সরকারের পরিচালনায় মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নেন গ্র্যান্ড স্পন্সর আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জাহাঙ্গীর আলম ও এমএ নাসির, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, কমিউনিটি বোর্ড ৯’-এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, মেইনস্ট্রিম লিডার আব্দুস শহীদ, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ এথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, জাকির চৌধুরী, আব্দুর রহমান, ইভেন্ট কমিটির সদস্য সচিব গোলাম রব্বানী বেলার, কমিটির যুগ্ম সদস্য সচিব আল মামুন সরকার, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, কাজী রবি উজ জামান, মিয়া মোহাম্মদ দাউদ, খবির উদ্দিন ভুইয়া, এইচএম ইকবাল, নুরুল ইসলাম মিলন, সানাউল্লাহ, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, সেলিম রেজা।

অনুষ্ঠানে গান করেন শারমিন তানিয়া, তানভীর শাহীন, সৈয়দ ফয়েজ ও রেক্সোনা। আবৃত্তি, নৃত্যসহ শিল্পীদের পরিবেশনা বিজয় উৎসবের আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা।