শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

হ্যামট্রামিক শহরে ‘মিশিগান বাংলা থিয়েটার’র কার্যক্রম শুরু

মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

হ্যামট্রামিক, মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগানে নাট্য কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘মিশিগান বাংলা থিয়েটার।’ দলের স্লোগান রাখা হয়েছে ‘বিশ্ব আমার মঞ্চ, আমি তার কুশীলব’।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে হ্যামট্রামিক শহরের চেরেস্টে অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান।

নাট্যকর্মী সঞ্জয় দেবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নাট্য নির্দেশক হারান কান্তি সেন, নাট্যকর্মী জুয়েল খান, নাট্য সংগঠক নিরঞ্জন দাস নিরু, অরবিন্দ দেব, নাট্যকর্মী শর্মিলা দেব শর্মি, অদিতি দেব মৌমি ও মৌটুসী দাস মুন্নি। 

সভায় সর্বসম্মতিক্রমে হারান কান্তি দাসকে আহবায়ক, নিরঞ্জন দাস নিরুকে যুগ্ম আহবায়ক ও সঞ্জয় দেবকে সদস্য সচিব করে সাত সদস্যের মিশিগান বাংলা থিয়েটারের আহবায়ক কমিটি গঠন করা হয়। 

মিশিগানে বাংলাদেশি কমিউনিটিতে নাট্য চর্চার পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতি চর্চা আরো বেগবান করতে সভায় গুরুত্ব আরোপ করা হয়। সভা শেষে কেক কেটে থিয়েটারের কার্যক্রম উদ্বোধন করা হয়।