বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

১৩টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২

প্রিন্ট করুন

কিয়েভ, ইউক্রেন: ইউক্রেন ইরানের তৈরি এক ডজনেরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের বিরুদ্ধে মস্কোর সর্বশেষ হামলায় এসব ড্রোন ব্যবহার করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) ইউক্রেন এ কথা জানায়। খবর এএফপির।

ক্রিসমাস ডে উপলক্ষে হামলা জোরদার না করার প্রতিশ্রুতি দেয়ার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ যুদ্ধ প্রশ্নে রাশিয়ার নেতাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে একটি আদালত প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইউরোপীয় নেতাদের আহবান জানানোর পর এসব ড্রোন হামলা চালানো হল।
 
ইরানের তৈরি এসব অস্ত্রের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসীরা আজ সকালে কিয়েভের বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের তৈরি ‘শাহেদ’ নামের ১৩টি ড্রোন ব্যবহার করে।’

তিনি আরো বলেন, ‘১৩টি ড্রোনের সব কয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ জেলেনস্কি বাসিন্দাদের বিমান হামলার সাইরেনের বিষয়ে মনোযোগ রাখার আহবান জানান।

ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইউক্রেনার্গো জানায়, এসব হামলায় বিদ্যুৎ অবকাঠামোর কোন ক্ষতি হয় নি। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ‘দক্ষতাপূর্ণ’ কাজের জন্য এমনটা সম্ভব হয়েছে। এর কৃতিত্ব সম্পূর্ণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর।

ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে গত দশ মাসে ইউক্রেন প্রায় ভয়াবহ বিমান হামলার শিকার হয়।