রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

১৫ ও ২১ আগস্ট: বিশেষ কর্মসূচি পালন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের

বুধবার, আগস্ট ২৪, ২০২২

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় মৃত্যু বরণকারীদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া স্টেট শাখা।

এ উপলক্ষে রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু মোশাররফ হোসেন খাঁন। বক্তব্য দেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক রবি আলম।

অনুষ্ঠানে ১৫ ও ২১ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠানের শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।