শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

১৫ নভেম্বর ‘বড় ঘোষণা’ দেবেন ডোনাল্ড ট্রাম্প

বুধবার, নভেম্বর ৯, ২০২২

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

নিউইয়র্ক: ওহাইও রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে নিজ সমর্থকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘১৫ নভেম্বর ফ্লোরিডায় তার মার-এ-লাগোর বাস ভবনে তিনি ‘খুব বড় বিবৃতি’ দেবেন। খবর বার্তা সংস্থা তাসের।

ট্রাম্প বলেন, ‘আমি মঙ্গলবার, ফ্লোরিডার মার-এ-লাগোর পাম বিচে ১৫ নভেম্বর একটি খুব বড় ধরণের ঘোষণা দিতে যাচ্ছি।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত না জানিয়ে বলেন, তিনি ‘আগামীকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে বিরত থাকতে চান না।’

এর আগে গণ মাধ্যমে প্রতিবেদনে বলা হয় যে, ট্রাম্প মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের পরে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্য ও এক-তৃতীয়াংশ সিনেটর নির্বাচন করতে ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বেশ কয়েকটি নির্বাচনী পূর্বাভাস অনুসারে, রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তার প্রতিনিধিত্ব বাড়াতে পারে, যা বর্তমান ডেমোক্রেট প্রশাসনের কিছু উদ্যোগকে বাধা দেয়ার সুযোগ করে দেবে।