মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শিরোনাম

১৬ ও ১৭ আগস্ট মিশিগানে ‘বিশ্ব সিলেট সম্মেলন’

মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব সিলেট সম্মেলন ২০২৫। এ উপলক্ষে গত রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিশিগানে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, দুই দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে মিশিগানের ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে।

আয়োজকদের একজন কর্মকর্তা সাহাব আহমেদ সুমিন জানান, এ সম্মেলনে বৃহত্তর সিলেট জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা হবে। এতে সেমিনার, গান, নৃত্য, কবিতা, সিলেটি সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন জিনিষের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করা হবে। থাকবে সিলেটের রকমারি স্বাদের খাবারের বিভিন্ন স্টল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের এখানে উপস্থিত থাকার চেষ্টা করা হচ্ছে।

আয়োজকরা জানান, এ সম্মেলন প্রবাসে চিরাচরিত যে মেলা হয়, সে ধরনের কোন মেলা নয়। এতে দেশের একটি বিশেষ অঞ্চলের তথা সিলেটের মানুষের জীবনধারা, সংস্কৃতি, কিংবদন্তি, ইতিহাস, ঐতিহ্য, লোকাচার, ভাষা, গান, হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিস তুলে ধরার চেষ্টা করা হবে।

এ আয়োজনে সকলকে সমবেত হয়ে সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে অনুষ্ঠানটি সফল করতে আয়োজকরা আহ্বান জানিয়েছেন।