মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া: পৃথিবীব্যাপী ১২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট। সম্প্রতি এ ঘোষণার রেশ কাটতে না কাটতেই এক ঘটনা ঘটিয়ে বসেছে গুগল। সাড়ে ১৬ বছর ধরে কাজ করা এক কর্মীকে রাত তিটায় বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।
গুগলের ওই কর্মীর নাম জাস্টিন মুরে। তিনি তার লিংকডইনে একাউন্টে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘অতএব, গুগলে সাড়ে ১৬ বছরেরও বেশি সময় কাজ করার পর আমি সৌভাগ্যবান ১২ হাজার জনের একজন হিসেবে আজ ভোর তিনটায় নিজের একাউন্ট বন্ধ পেলাম। এর মাধ্যমে আমাকে ছেড়ে দেয়া হয়েছে বলেই মনে হচ্ছে।’
জাস্টিন মুরে আরো লিখেন, ‘আমার কাছে অন্য কোন তথ্য নেই। আমার সাথে যোগাযোগও করা হয়নি। তাই, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেই ভেবে নেয়া উচিত।’
তিনি বলেন, ‘গুগলে আমি খুবই দারুণ সময় কাটিয়েছি!’ গুগলের সিইও সুন্দর পিচাইকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি তার সাথে ও পুরো টিমের সাথে কাজ করতে পেরে গর্বিত।’
আকস্মিক ছাঁটাইয়ের বিষয়টি ইঙ্গিত করে মুরে বলেন, ‘এ বিষয়টি আপনাকে বুঝিয়ে দেবে যে, আপনি কোন কাজের না। আপনার নিয়োগকর্তারা-বিশেষ করে গুগলের মত প্রতিষ্ঠান যাদের কোন বুক পিঠ নেই- তারা আপনাকে শতভাগ ছুড়ে ফেলার যোগ্য বলেই মনে করে। সুতরাং, কেবল কাজ নয়, জীবন উপভোগ করুন।’
এর আগে, অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান সাম্প্রতিক বছরগুলোতে নতুন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যা আগে কখনো হয়নি। তাই, আমাদের লোকবল কমানোর দিকে মনোযোগ দিতে হচ্ছে।’
তিনি বলেছিলেন, ‘যেসব সিদ্ধান্ত আমাদের আজকের এ পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে, তার জন্য আমি সম্পূর্ণভাবে দায়বদ্ধ।’
তবে, জাস্টিন মুরের বেলায় গুগল কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, তা এখনো জানা যায়নি।