সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

১৭-২৮ ডিসেম্বর চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের নাট্য ‍উৎসব

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বার্ষিক আয়োজন ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২২’ আগামী ১৭ ডিসেম্বর থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে। ‘মঞ্চের আলোয় দেখি জীবনের রূপ’ এ স্লোগানকে সামনে রেখে উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম এমএ আজীজ স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় মুক্তমঞ্চে পরিবেশিত হবে সংগীত, ‍নৃত্য, আবৃত্তি ও পথনাটক এবং মিলনায়তনে সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে নাটক।

শনিবার (১৭ ডিসেম্বর) কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘নির্ভার’, ১৮ ডিসেম্বর নাট্যাধার পরিবেশন করবে নাটক ‘ইউএসটিসি বধ্যভূমি’, ১৯ ডিসেম্বর নান্দীমুখ পরিবেশন করবে নাটক ‘তবুও মানুষ’, ২০ ডিসেম্বর অরিন্দন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘কুটে কাহার’, ২১ ডিসেম্বর প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘অপেক্ষা’, ২২ ডিসেম্বর থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘ইজ্জত’, ২৩ ডিসেম্বর উত্তরাধিকার পরিবেশন করবে নাটক ‘ফুলকুমারী’, ২৪ ডিসেম্বর তির্যক নাট্যগোষ্ঠী পরিবেশন করবে নাটক ‘অতঃপর’, ২৫ ডিসেম্বর লোক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘হত্যার শিল্পকলা’, ২৬ ডিসেম্বর অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘নবান্ন ফিরে আসো’, ২৭ ডিসেম্বর অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে নাটক ‘বদলী’, ২৮ ডিসেম্বর কথক থিয়েটার পরিবেশন করবে নাটক ‘অস্পৃশ্য’।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তমঞ্চে প্রথম বারের দেয়া হবে ‘কালপুরুষ নাট্য সম্প্রদায়’ প্রবর্তিত চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সহযোগিতায় ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক ২০২২’।