সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

১৯ মে চার্চ এভিনিউতে ‘ব্রুকলিন মেলা’

শুক্রবার, মে ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় পথমেলা ‘ব্রুকলিন মেলা’। নবম বারের মত এ মেলা আয়োজন করছে বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএস ইনক (বাফস) ও ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিল। নিউইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ এভিনিউতে হবে এ মেলা। যেখানে নানা পরিবেশনা নিয়ে থাকবেন দেশ ও প্রবাসের শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী আবু জাফর মাহমুদ। গেস্ট অব অনার থাকবেন পেনডামিক হিরো হামিদুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন গিয়াস আহমেদ, মোহাম্মদ হানিফ, মঈন চৌধুরী।

মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা মঈন চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর নুরুল আজিম, কো-চেয়ারম্যান আবছার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ ও কামাল হোসেন মিঠু, কো-অর্ডিনেটর আহসান হাবিব, আহ্বায়ক শাহ নেওয়াজ, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার ও সদস্য সচিব ফিরোজ আহমেদ।

সংগঠনের সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস বলেন, ‘আমরা প্রতি বারের মত এবারো জাঁকজমকপূর্ণ পথমেলার আয়োজন করতে যাচ্ছি। আশা করি, সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসমুখর এ মেলা আয়োজন করতে পারব। এ মেলার মাধ্যমে যেমন একটি চমৎকার মিলনমেলার সৃষ্টি হবে, তেমনি দেশিয় সংস্কৃতি চর্চা হবে।’