রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

১ জানুয়ারি ৮০০ কোটি ছাড়াবে পৃথিবীর জনসংখ্যা

রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: আসছে ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার পৃথিবীর মোট জনসংখ্যা পৌঁছাবে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জনে। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো শনিবার (৩০ ডিসেম্বর) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

সেনসাস ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি ২০২৩ সালে পৃথিবীব্যাপী জনসংখ্যা বেড়েছে সাত কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৪১ জন এবং বছরজুড়ে পৃথিবীতে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে চার দশমিক তিনজন শিশু ও মারা গেছে দুইজন।’

২০২৩ সালে পৃথিবীব্যাপী জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর ২০২২ সালের তুলনায় এই বৃদ্ধির হার এক শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেনসাস ব্যুরো।

২০১১ সালে ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা। তার ১১ বছর পর ২০২২ সালের নভেম্বরে ৮০০ কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল।

তবে, জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে ১১ বছর সময় লাগলেও ৮০০ কোটি থেকে ৯০০ কোটিতে পৌঁছাতে ১৪ বছর সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান দপ্তর। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নিম্ন জন্মহার এবং তরুণ ও সন্তান জন্মদানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ।

করোনা ভাইরাস মহামারি পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সমাজবিজ্ঞানীরা। তাদের মতে, এই মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু ৭৫ বছর থেকে ৭১ বছরে নেমে গেছে।