বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

১-৩ সেপ্টেম্বর গিয়াস আহমেদ অনুসারীদের ফোবানা সম্মেলন কানাডায়

মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩

প্রিন্ট করুন

টরেন্টো, কানাডা: কানাডার টরেন্টোতে আগামী ১-৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ অনুসারীদের ফোবানা সম্মেলন। শনিবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান গিয়াস আহমেদ। এতে ব্যাড এলিমেন্টদের ফোবানা থেকে বের করে দেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদের মধ্যে রয়েছেন আলী ইমাম শিকদার ও কাজি আজম। সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান গিয়াস আহমেদ।

সংবাদ সম্মেলনে ডাক্তার খন্দকার মাসুদুর রহমান, হাসানুজামান হাসান, কাজি তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, কাজী এলিন রহমান, মফিজ ভূইয়া রুমি, জাহাজ্ঞীর আলম, শাহাদত হোসেন রাজু, নাজমুল আলম শ্যামল উপস্থিত ছিলেন।

এতে এক প্রশ্নের উত্তরে গিয়াস আহমেদ বলেন, ‘স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ গাডর্স নিয়ে কাজ করতে পারেন না। তিনি মোহাম্মদ হোসেন, কাজি আজম ও আলী ইমামদের হাতে বন্দী। এ তিনজনের কারণেই ফোবানা নিয়ে সমস্যা হচ্ছে।’

ফোবানা নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন গিয়াস আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো শহরের শেরাটন হোটেলে আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে, এটির সাথে শাহ নেওয়াজদের সম্মেলনের কোন সম্পর্ক নেই।

গিয়াস আহমেদ বলেন, ‘শাহ নেওয়াজদের সাথে মিলে যাওয়ার এখনো সম্ভাবনা রয়েছে। সবশেষে টরেন্টোতে একটি ফোবানা হলেও হতে পারে।’