বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

২০২১-২২ এর টপ পারফর্মিং ট্রেক হোল্ডারদের পুরস্কার দিল সিএসই

রবিবার, আগস্ট ১৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চট্টগ্রামে ২০২১-২২ সালে টপ পারফর্মিং সিএসই ট্রেক হোল্ডারদের জন্য পুরষ্কার দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিটির আগ্রাবাদে সিএসই এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম।

তিনি বলেন, ‘শুধু ইকুইটি মার্কেট দিয়ে ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন হবে না। খুব শিগগিরই সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেন স্টক এক্সচেঞ্জের প্লাটফর্মে চালু হবে। এর মাধ্যমে জিডিপিতে ক্যাপিটাল মার্কেটের অবদান আরো অনেক বেড়ে যাবে।’

বিএসইসির চেয়ারম্যান তার বক্তব্যে ইনোভেশনের উপর গুরুত্বারূপ করেন। তিনি বলেন, ‘আমাদের সব কাজের সাথে আমাদের সরকারের পূর্ণ সহায়তা রয়েছে। এক দুই বছরের মধ্যে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ ২৪ ঘন্টা লেনদেন করতে পারবে।’

শিবলী রুবায়াত-উল-ইসলাম আরো বলেন, ‘আমাদের দেশের শেয়ারবাজারের সম্ভাবনা অনেক। ইউরোপের দেশগুলো যদি ৫-৭ কোটির জনবল নিয়ে এত এগিয়ে যেতে পারে, তাহলে ১৭ কোটি নিয়ে আমরাও পারব।’

স্বাগত বক্তব্যে সিএসইর পরিচালক মেজর এমদাদুল ইসলাম শিবলী রুবায়াত-উল-ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিএসইকে স্বতঃস্ফূর্তভাবে সব ধরনের সহায়তা প্রদানের জন্য। তিনি বলেন, বিএসইসির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কমোডিটি এক্সচেঞ্জের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।’

সিএসই এর চেয়ারম্যন আসিফ ইব্রাহীম বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে। শিবলী রুবায়াত-উল-ইসলামের গতিশীল নেতৃত্বে বর্তমান কমিশন পুঁজিবাজারের উন্নয়নে অনেক কাজ করেছেন। বর্তমান কমিশন তাদের প্রজ্ঞা, মেধা ও দূরদর্শী চিন্তার মাধ্যমে স্বল্পতম সময়ে পুঁজিবাজারের উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

বাজারে গতিশীলতা বৃদ্ধি ও মার্কেট পার্টিসিপেন্টদের উৎসাহ দেয়ার জন্য সিএসই টপ পারফর্মিং ট্রেক হোল্ডারদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় সিএসই আজকের এ পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। যারা আজকে পুরস্কার পেয়েছেন, তিনি তাদের সবাইকে সিএসই এর পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, ভবিষ্যতে তারা আরো ভালো করবেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনি এরই সাথে আশা করেন, যে সব ট্রেক হোল্ডার আজকে পুরস্কার পান নি, তারা যাতে পরবর্তী পুরস্কার পান, সে জন্য আন্তরিক প্রচেষ্ঠা এবং সিএসইতে অধিক অংশগ্রহণ চালিয়ে যাবেন।

২০২১-২০২২ বছরের জন্য ডিলার ও ব্রোকার এ দুই ক্যাটাগরিতে প্রথম দশটি ট্রেক হোল্ডারকে সিএসই পুরষ্কার দিয়েছে । ডিলার ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্তরা হল- গালাক্সি ক্যাপিটাল, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, পুডেনসিয়াল ক্যাপিটাল, সোহেল সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, আরএকে সিকিউরিটিজ ও ফারইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ।

ব্রোকার ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্তরা হল- লঙ্কাবাংলা সিকিউরিটিজ, বি রিচ, কবির সিকিউরিটিজ, মালটি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস, মিনহার সিকিউরিটিজ, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, আইল্যান্ড সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ ও মোনা ফিনান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজ।